NEWS & EVENTS

‘আলোকিত মানুষের লক্ষ্যে শিক্ষার্থীদের কল্যাণে’ এগিয়ে চলা দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশন্সের দাখিল-আলিম শিক্ষা অফার ২০১৭, দাখিল-আলিম শিক্ষাবৃত্তি ২০১৮ এবং দাখিল টেস্ট পেপারস্ স্পেশাল অফার ২০১৭ এর কুপন ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০১৮ আল ফাতাহ পাবলিকেশন্স এর ভিআইপি সেমিনার রুমে এই কুপন ড্র অনুষ্ঠিত হয় ।
কুপন ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ফাতাহ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফার ও শিক্ষাবৃত্তি প্রকল্পের প্রধান নির্বাহী শরীফ মোঃ ইয়াহইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও শিক্ষাবিদ মো. মোহিব্বুল্লাহ আজাদ । তিনি বলেন, আল ফাতাহ পাবলিকেশন্স ধারাবাহিকভাবে শিক্ষাবৃত্তি এবং শিক্ষা অফার অনুষ্ঠান করে আসছে। এটি একটি সেবামূলক সামাজিক কার্যক্রম। এতে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত রয়েছে। তিনি যার যার অবস্থান থেকে প্রচার-প্রচারণার মাধ্যমে অধিক সংখ্যক কুপন নিয়ে প্রাণবন্ত অনু্ষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল ফাতাহর সহ-মহাব্যবস্থাপক মোঃ রেজাউল কবির, প্রোডাকশন ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, এমআইএস ইনচার্জ আজিমুশ্বান, মার্কেটিং বিভাগের আরএসএম রাকিবুল ইসলাম, জিনিক্স ইনকর্পোরেশন এর আরএসএম মাহফুজুর রহমান, গবেষণা ও উন্নয়ন বিভাগের জসীম উদ্দিন জিহাদী, মোঃ আনোয়ারুল হক কাউসার, মুত্তালিব হোসেন, সিরাজুম মুনির মিজান, সিরাজুজ্জামান, বশির আহমদ, ইসমাঈল বুখারী, আব্দুর কাদের প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন গবেষণা ও উন্নয়ন বিভাগের এসএম আনওয়ারুল করীম। উপস্থাপনা করেন আবদুল্লাহ আল মামুন এবং কুপন উত্তোলন করেন ছোট্ট বন্ধু সালমান ফাহমী।
উল্লেখ্য, দাখিল শিক্ষা অফার ২০১৭-এর প্রথম পুরস্কার বিজয়ী নগদ অর্ধ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দু’জন দু’টি ল্যাপটপ, তৃতীয় পুরস্কার বিজয়ী চারজন ৪টি স্মার্ট ফোন, চতুর্থ পুরস্কার বিজয়ী ছয়জন ৬টি বাইসাইকেল/স্বর্ণালঙ্কার, পঞ্চম পুরস্কার আট জন ৮টি জিনিক্স স্টুডেন্ট ব্যাগ, ষষ্ঠ পুরস্কার ৮০ জন আশিটি জিনিক্স গিফট বক্স পাবেন।
এছাড়া রয়েছে ৪১৪ টি আকর্ষণীয় শুভেচ্ছা পুরস্কার।
আলিম শিক্ষা অফার ২০১৭-এর প্রথম পুরস্কার বিজয়ী একজন ১টি শিক্ষা অনুদান নগদ অর্ধ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দুজন ২টি ল্যাপটপ/নগদ সমপরিমাণ টাকা, তৃতীয় পুরস্কার চার জন ৪ টি বাইসাইকেল/স্বর্ণালঙ্কার।
এছাড়া ২৪৩ জন শিক্ষার্থীর জন্য রয়েছে ২৪৩ টি আকর্ষণীয় শুভেচ্ছা পুরস্কার জিনিক্স শিক্ষা উপকরণ ।
দাখিল শিক্ষাবৃত্তি বিজয়ী ১৫ জন ও আলিম শিক্ষাবৃত্তি বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে দু’বছর যাবৎ নগদ শিক্ষা অনুদান প্রদান করা হবে।
প্রতিবেদন ও ছবি
মো. সাদ্দাম হোসাইন
আল ফাতাহ পাবলিকেশন্স’র স্টুডেন্টস ওয়েলফেয়ার কনফারেন্স
‘আলোকিত মানুষের লক্ষ্যে শিক্ষার্থীদের কল্যাণে’ এগিয়ে চলা দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশন্সের পক্ষ হতে স্টুডেন্টস ওয়েলফেয়ার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দাখিল ও আলিম শ
টেস্ট পেপারস স্পেশাল অফার-২০১৬ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
‘আলোকিত মানুষের লক্ষ্যে শিক্ষার্থীদের কল্যাণে’ এগিয়ে চলা দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশন্সের দাখিল টেস্ট পেপারস স্পেশাল অফার-২০১৬ এর পুরস্কার বিতরণ করা হয়। ৩০ নভেম্
আল ফাতাহ শিক্ষা অফার ও শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান
‘আলোকিত মানুষের লক্ষ্যে শিক্ষার্থীদের কল্যাণে’ এগিয়ে চলা দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশন্সের দাখিল, আলিম শিক্ষা অফার ২০১৫ এবং আলিম শিক্ষাবৃত্তি ২০১৬-এর পুরস্কার বিতর